দাপ্তরিক সেবাসমূহঃ
ক. বিএডিসি’র আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে ঘোড়াশালে
অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমে পানি ব্যবহারের জন্য ক্যানেল তৈরীর মাধ্যমে সেচ কাজ
করা।
খ. শীতলক্ষার পাড়ে এল.এল.পি./ ৫-কিউসেক পাম্পের মাধ্যমে সারফেস ওয়াটারের মাধ্যমে
সেচকাজ করা।
গ. গনকূ স্থাপন করে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা।
ঘ. হাইড্রোলিক ষ্ট্রাকচার যেমন স্লুইচগেইট, ফুটব্রীজ, সাইফন, সাবমারসওয়্যার ইত্যাদি নির্মান করা।
ঙ. বিভিন্ন ধরনের সেচ অবকাঠামো যেমন আরসিসি মেইন/ সেকেন্ডারী ক্যানেল নির্মাণ করা।
চ. টারশিয়ারী ব্রীক/ পাইপ ক্যানেল (বারিড) নির্মাণ করে সেচ কাজ নিশ্চিত করন।
ছ. ফুট ব্রীজ/ আন্ডার পাস, মাটির খাল খনন ও পুন:খনন, মাটির বাঁধ দিয়ে সেচ কাজ পরিচালনা করা।
সেবা পাওয়ার ধাপঃ-
(ক) সেচ অবকাঠামো নির্মাণ/ আরসিসি মেইন/ সেকেন্ডারী ক্যানেল/ টারশিয়ারী ব্রীক ক্যানেল, হাইড্রোলিক ষ্ট্রাকচার/ স্লুইচ গেট/ ফুট ব্রীজ/ সাইফন ইত্যাদি নির্মাণ।
* নভেম্বর থেকে ফেব্রুয়ারী (প্রতি বছর)।
(খ) গনকূ/ ৫-কিউসেক এল.এল.পি স্থাপন।
* সেপ্টেম্বর থেকে ডিসেম্বর (প্রতি বছর)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS