Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবাসমূহ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), নরসিংদী রিজিয়ন, নরসিংদী এর সেবাসমূহঃ

১৯৬১ সনের ১৬ অক্টোবর তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নামে পরিচিত।

কৃষি মন্ত্রনালয়ের অধীনন্থ সংস্থা হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ কৃষকদের মাঝে সরবরাহকরনে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্ত অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাসত্মাবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।

ক. সেবাসমূহ/কার্যাবলীঃ

(বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন অর্ডিন্যান্স-১৯৬১, জাতীয় কৃষি নীতি ১৯৯৯ এবং বিএডিসি পূর্নগঠন ১৯৯৯ অনুসরণে):

১. ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাসত্মবায়নে সরকারকে পরামর্শ প্রদান;

২. যান্ত্রিত চাষ পদ্ধতি ও সেচ কাজে পাওয়ার পাম্পের ব্যবহার প্রবর্তন;

৩.গভীর, অগভীর ও হস্তচালিত নলকূপ স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদান;

৪. দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জাতীয় কৃষি নীতি, কর্মসূচী এবং প্রকল্প সমূহ বাস্তবায়ন করা;

৫. সবজী, চারা, কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ;

৬. ক্ষুদ্রসেচ সুবিধা প্রদান, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারণ ও সেচ দক্ষতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষণ;

৭. পানি সম্পদ জরীপ, পানির গুনাগুন পরীক্ষা-পরিবীক্ষণ ও তথ্য সেবা প্রদান;

৮. ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্যে পানি সম্পদ উন্নয়ন এবং সরেজমিন দক্ষ সেচ ও পানি ব্যবস্থাপনা (On Farm Water Management) কর্মসূচী বাসত্মবায়ন;

৯. সেচ এলাকা বৃদ্ধির জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নির্দেশনা প্রদান; এবং

১০. সমন্বিত ও আঞ্চলিক কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সেচ ব্যবস্থাপনায় জরুরী সেবা প্রদান।

১১. বেসরকারী অগভীর নলকূপ স্কীমে বিদ্যুৎ সংযোগ প্রদানের অনুমোদন সংক্রান্ত সেবা।

১২. এলএলপি/গভীর/অগভীর নলকূপের সেচ সম্প্রসারণের লক্ষ্যে ফিতা পাইপ প্রদান।